ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে ২৬ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ০৩:১৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

মুন্সীগঞ্জে ২৬ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুর এলাকায় মঙ্গলবার ২৬ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাহমুদুর রহমান খন্দকারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালায়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাহমুদুর রহমান খন্দকার জানান, দীর্ঘ দিন ধরেই সরকারি জায়গার উপর অবৈধ স্থাপনা নির্মাণ করে সেখানে বসবাস ও ব্যবসা করে আসছিলেন ২৬ জন ব্যক্তি। ২০১৯ সালের ২০ জানুয়ারী জেলা প্রশাসন অবৈধ স্থাপনা থেকে সরে যেতে তাদের নোটিশ দেয়। তারপরও তারা অবৈধ স্থাপনায় বসবাসসহ ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছিল। এতে মঙ্গলবার সকালে জেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান চালায়। সরকার থেকে লীজ নিয়েই তারা ওই জায়গায় বসত-ঘর ও দোকানপাট নির্মাণ করে বলে দাবী করেন উচ্ছেদকৃত দোকান মালিক আতোয়ার রহমান। তিনি বলেন- দীর্ঘ দিন ধরেই ওই জায়গায় তারা বসত-ঘর বসবাস ও দোকানপাটে ব্যবসা করে আসছেন।
×