ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশটি যৌতুকবিহীন বিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলো পল্লী গ্রামের মানুষ

প্রকাশিত: ০৩:১৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

বিশটি যৌতুকবিহীন বিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলো পল্লী গ্রামের মানুষ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের প্রত্যন্ত পল্লীগ্রামে ২০টি যৌতুকবিহীন বিয়ে দিয়ে দৃষ্ঠান্ত স্থাপন করলো দু’টি সেচ্ছাসেবী সংগঠন। সোমবার সন্ধ্যা থেকে রাত গভীর রাত পর্যন্ত দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বটতলী ফয়জিয়া মদিনাতুল উলম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মনোনরঞ্জশীল গোপাল। এই মহতী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্তিত ছিলেন। যৌতুকবিহীন বিয়েতে অন্যান্যদের সাথে খুশি ২০টি অসহায় তরুন-তরুনীর পরিবারবর্গ। ওইসব পরিবারের পক্ষ থেকে বলা হয়, এই বিয়ের মাধ্যমেই আমরা প্রমাণ করলাম, পণ নিয়ে এবং নিয়ে বিয়ে ঠিক নয়। যৌতুকের ভয়াল অভিশাপ থেকে বেড়িয়ে আসার জন্য তারা সকলের প্রতি আহ্বান জানান। মনোরঞ্জন শীল গোপাল এমপি নতুন বিবাহবন্ধনে আবদ্ধ তরুণতরুণীদের সামাজিক জীবনে সর্বত্র সাফল্য কামনা করেন। তিনি তাদেরকে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। বাংলাদেশ জমিয়তুল উলামা ও ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর তত্ত্বাবধানে এই বিয়ে অনুষ্ঠানে বর-কনেকে উপহার হিসেবে দেয়া হয় সেলাই মেশিন, ছাগল, লেপ-তোশক, হাড়-পাতিলসহ আরও প্রয়োজনীয় আসবাবপত্র।
×