ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কিশোরগঞ্জে হত্যা মামলায় দুই সহোদরের যাবজ্জীবন

প্রকাশিত: ০৩:৩৭, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

কিশোরগঞ্জে হত্যা মামলায় দুই সহোদরের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জে বিএডিসির কর্মচারী আঃ খালেক সরকার (৫৭) হত্যা মামলায় দুই সহোদরের যাবজ্জীবন সশ্রম কারাদ- ও পাঁচ লক্ষ টাকা করে জরিমানা দিয়েছে আদালত। দ-প্রাপ্তরা হলো-সদর উপজেলার লতিবাবাদ গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আক্কাছ মিয়া (২৫) ও তারা মিয়া (৪৫)। এ সময় মামলার অপর ছয় আসামিকে বেখসুর খালাস দেয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম আসামীদের উপস্থিতিতে এ রায় দেন। আদালত ও মামলার বিবরণে জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ গ্রামের মৃত তালে হোসেন সরকারের ছেলে নিহত আঃ খালেক সরকারের সাথে বসতবাড়ির স্বত্ব জমি নিয়ে নিকটাত্মীয় প্রতিবেশী মামলার আসামি আক্কাছ মিয়া (২৫), তারা মিয়া (৪৫), ইয়াসিন মিয়া (২১), মনজিল মিয়া (৩২), আংগুর মিয়া (৩৫), খায়রুল (৩০), সাহানা (২৪) ও হোসনা আক্তারের (৩০) দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর জেরে ২০১২ সালের ৩০ জুন সকালে তুচ্ছ ঘটনা নিয়ে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসামিপক্ষের লোকজন আঃ খালেক সরকারের মাথায় লোহার শাবল ও লাঠি দিয়ে পিটিয়ে হাড়ভাঙ্গা রক্তাক্ত জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে জেলা সদর হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওইদিনই সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছোট ছেলে কিশোরগঞ্জ জজকোর্টের এ্যাডভোকেট সাইদুর রহমান রাসেল বাদী হয়ে আটজনের নামাল্লেখ করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত কর্মকর্তা থানার এসআই শেখ আব্দুল্লাহ ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আসামীদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করলে মঙ্গলবার আদালত উপরোক্ত রায় ঘোষনা করেন। রাষ্ট্রপক্ষে এপিপি এ্যাডভোকেট রাখাল চন্দ্র দে এবং আসামীপক্ষে এ্যাডভোকেট জামাল উদ্দিন ও এ্যাডভোকেট লুৎফর রশীদ রানা মামলাটি পরিচালনা করেন।
×