ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কলেজ ছাত্রকে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৯:০৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

কলেজ ছাত্রকে গুলি করে হত্যা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি,খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ি জেলা শহরের নারানখাইয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তুষার চাকমা(১৯) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। সে লক্ষীছড়ি উপজেলার বাসিন্দা। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের নারানখাইয়া এলাকায় জিনা ইঞ্জিনিয়ারিং নামক একটি দোকানে বসে কয়েকজনের সাথে বসে গল্প করছিলেন তুষার। এসময় ৭/৮জনের একদল অস্ত্রধারী এসে পরিচয় জানতে চায়। সে পরিচয় দেয়ার পর ওয়ার্কসপ সংলগ্ন স্থানীয় সরকার অধিদপ্তরের(এলজিইডি) কার্যালয়ের দ্বিতীয় গেইটের পাশে এনে তাকে গুলি করে পালিয়ে যায়। জিনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর মালিক জয় চাকমা বলেন, তুষারসহ আমরা একসাথে গল্প করছিলাম। এসময় একদল অস্ত্রধারী দোকানে এসে চুপ থাকার নির্দেশ দেন। এক পর্যায়ে তুষারের নাম-ঠিকানা জিজ্ঞেস করে দোকানের পাশে নিয়ে গুলি করে। এসময় তাঁরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে পশ্চিম নারানখাইয়া দিয়ে পালিয়ে যায়। তুষার খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। পাশাপাশি সে ব্যাটারি চালিত রিকসা(ইজিবাইক) চালায়। খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। লাশ আগামীসকাল সকালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে এই ঘটনার জন্য এমএন লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছে প্রসীত খীসার ইউপিড্এিফ। তবে নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে সংগঠনটি।
×