ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রসূতির মৃত্যু ॥ হাসপাতালে তালা দিয়ে কর্তৃপক্ষ উধাও

প্রকাশিত: ০৯:১০, ২০ ফেব্রুয়ারি ২০১৯

প্রসূতির মৃত্যু ॥ হাসপাতালে তালা দিয়ে কর্তৃপক্ষ উধাও

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ১৯ ফেব্রুয়ারি ॥ কচুয়ায় সিজারের মাধ্যমে ডেলিভারি করতে গিয়ে লাইলী বেগম (৩০) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, সোমবার বিকেল ৫টার সময় বিতারা গ্রামের কাশেম আলীর মেয়ে লাইলী বেগমের প্রসব ব্যথা শুরু হলে তাকে পার্শ্ববর্তী গ্রামীণ হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। দীর্ঘসময় কালক্ষেপণের পর রাত ১১টার সময় ডাক্তার এসে তাকে অচেতন করে পেট কেটে বাচ্চা বের করতে ব্যর্থ হয়। পরে পেট সেলাই করে স্বজনদের দ্রুত লাইলী বেগমকে কুমিল্লা মেডিক্যালে নিয়ে যেতে বলে। কুমিল্লা নিয়ে যাওয়ার সময় পথেই লাইলী বেগমের মৃত্যু হয়। লাইলী বেগমের ভাই জসিমউদ্দীন জানান, অদক্ষ ডাক্তার গ্রামীণ হাসপাতালে তার বোন লাইলীকে সিজার করাতে গিয়ে বাচ্চা বের করতে ব্যর্থ হয় এবং এ ঘটনার পর থেকে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালে তালা দিয়ে গা-ঢাকা দিয়েছে। জানা গেছে, এ হাসপাতালে কোন দক্ষ ডাক্তার, নার্স নেই, মাঝে মাঝে দাউদকান্দির গৌরীপুর থেকে একজন ডাক্তার এসে অপারেশন করে।
×