ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে থেকে রক্ষা

প্রকাশিত: ০৯:১২, ২০ ফেব্রুয়ারি ২০১৯

বাল্যবিয়ে থেকে রক্ষা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে নবম শ্রেণীর এক ছাত্রীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে। সোমবার রাতে তিনি অভিযান চালিয়ে এ বিয়ে বন্ধ করেন। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনে পক্ষের ৩ জনকে আটক করে ৪২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। বিয়েবাড়ি থেকে একটি ভুয়া জন্ম সনদও উদ্ধার করেছেন ইউএনও। ইউএনও’র উপস্থিতিতে ইলিয়াস সরদারসহ কনে পক্ষের ৪ শতাধিক অতিথি খাবার ফেলে পালিয়ে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তর সুতালড়ী গ্রামের ইলিয়াস সরদার তার সদ্য নবম শ্রেণীতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রীকে কালিকাবাড়ি গ্রামের আলী আজগরের সঙ্গে বিয়ের আয়োজন করেন। খবর পেয়ে ইউএনও পুলিশ নিয়ে সেখানে পৌঁছেন। শিক্ষাবৃত্তি প্রদান নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা ১৯ ফেব্রুয়ারি ॥ দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা বৃত্তি প্রদান করেছে মুকসুদ আলী মেমোরিয়াল ট্রাস্ট। মঙ্গলবার সকালে মোহনগঞ্জ সাধারণ পাঠাগারে ট্রাস্টের প্রতিষ্ঠাতা আবুল কালামের সভাপতিত্বে ২৪ জন ছাত্রছাত্রীকে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার দিপালী সরকার। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাকিয়া সুলতানা, শিক্ষক বিমল চন্দ্র পাল, রইস মনরম, টাস্ট্রের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
×