ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউএস-বাংলায় যোগ হচ্ছে বোয়িংয়ের সর্বশেষ মডেল ৭৩৭-ম্যাক্স

প্রকাশিত: ১০:৫৯, ২০ ফেব্রুয়ারি ২০১৯

ইউএস-বাংলায় যোগ হচ্ছে বোয়িংয়ের সর্বশেষ মডেল ৭৩৭-ম্যাক্স

স্টাফ রিপোর্টার ॥ বোয়িং কোম্পানির সর্বশেষ মডেল ৭৩৭-ম্যাক্স যোগ হচ্ছে বেসরকারী খাতে দেশের বৃহৎ এয়ারলাইন্স ইউএস-বাংলার বহরে। এ ছাড়া যোগ হচ্ছে চতুর্থ প্রজন্মের আরও তিনটি ব্র্যান্ড নিউ উড়োজাহাজ। আগামী কয়েকদিনের মধ্যেই এয়ারলাইন্সটিতে যুক্ত হবে বোয়িং ৭৩৭-ম্যাক্স ও এটিআর ৭২-৬০০ মডেলের উড়োজাহাজ। এসব উড়োজাহাজ যুক্ত হলে আন্তর্জাতিক রুটে যেমন চালু হবে আরও নতুন গন্তব্য, সেই সঙ্গে বাড়বে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট সংখ্যা। মঙ্গললবার এক সংবাদ সম্মেলনে এমন তথ্য প্রকাশ করেছে ইউএস-বাংলা। এ সময় জানানো হয় আন্তর্জাতিক এয়ারক্রাফট লিজিং কোম্পানি এয়ারক্যাপের সহযোগিতায ৭৩৭-ম্যাক্স আনা হয়েছে। বর্তমানে এর মালিকাধীনে ১ হাজার এয়ারক্রাফট আাছে এবং আরও ৩শ’ প্রক্রিয়াধীন। সংবাদ সম্মেলনে উপিস্থিত ছিনেল প্রধান নির্বাহী আসিফ ইমরান, মি. ফিলিপ, সুতেশ ও আাহসেন রাজপুত। ন্যারো বডি টুইন ইঞ্জিন জেট উড়োজাহাজটি ২০১৬ সালে প্রথম আকাশে ওড়ে। জ্বালানি সাশ্রয়ী এই উড়োজাহাজটি শুরুতে আমেরিকান এয়ারলাইন্স, এয়ার কানাডা, চায়না সাউদার্ন ব্যবহার করা শুরু করে। ২০১৭ সালে এটি এশিয়ার মালিন্দো এয়ারলাইন্সে প্রথম বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে। অন্যদিকে এটিআর ৭২-৬০০, ২০১১ সালে তৈরি হয়। স্বল্প দূরত্বে যাত্রী পরিবহনে এটি পরীক্ষিত উড়োজাহাজ। ১৯৮৮ সালে প্রথম এটিআর-৭২ উড়োজাহাজ তৈরি হলেও পরবর্তী ২৩ বছরের মাথায় তৈরি হয় সর্বশেষ প্রযুক্তির এটিআর ৭২-৬০০।
×