ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভূমি অধিগ্রহণ শাখার সাত কর্মকর্তা কারাগারে

প্রকাশিত: ১০:৫৯, ২০ ফেব্রুয়ারি ২০১৯

ভূমি অধিগ্রহণ শাখার সাত কর্মকর্তা কারাগারে

কোর্ট রিপোর্টার ॥ বাংলাদেশ রেলওয়ের ভূমিকে ব্যক্তি মালিকানাধীন দেখিয়ে সরকারী টাকা অতিরিক্ত উত্তোলন করে টাকা আত্মসাতের মামলায় ভূমি অধিগ্রহণ শাখার বর্তমান এবং সাবেক সাত কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন- ভূমি অধিগ্রহণ শাখার কানুনগো চৌধুরী গোলাম মর্তূজা ও মজিবুল হক, ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার কবির হোসেন, ওয়াসিম খান, আফজাল হোসেন, ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (অব) পরমানন্দ পাল ও মজিবুর রহমান।
×