ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু

প্রকাশিত: ১১:০১, ২০ ফেব্রুয়ারি ২০১৯

ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ শুরু হয়েছে ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ। মঙ্গলবার সকাল ১০টা থেকে ঢাবির বিভিন্ন হলগুলোতে বিকেল ৪টা পর্যন্ত সময়ের মধ্যে মোট ২৮টি মনোনয়নপত্র সংগৃহীত হয়। তবে প্রধান দলগুলোর কেউই প্রথম দিনে মনোনয়নপত্র নেয়নি। খোঁজ নিয়ে জানা যায়, মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে বিশ^বিদ্যালয়ের ১৮টি হলের মধ্যে ১০টি হলের ৩০জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে সলিমুল্লাহ মুসলিম হলে ২ জন, মুহসীন হলে ৫জন, বিজয় একাত্তর হলে ১জন, সুফিয়া কামাল হলে ১ জন, জিয়া হলে ৭ জন, জহুরুল হক হলে ৫জন, সূর্যসেন হলে ৫জন, বঙ্গবন্ধু হলে ১জন, শামসুননাহার হলে ২জন, অমর একুশে হলে ১জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে। প্রথমদিনে প্রধান ছাত্র সংগঠনগুলোর কেউই মনোনয়ন নেয়নি। ভোটকেন্দ্র হলে রাখার পক্ষে সম্মিলিত বাস রুটের নেতারা ॥ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র হলে রাখার পক্ষে মত দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত বাস রুটের নেতারা। বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের পরিবহনে নিয়োজিত সব বাসে গঠিত কমিটি নিয়ে সম্মিলিতভাবে এ প্ল্যাটফর্ম করা হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছেন বিভিন্ন বাস কমিটির নেতারা।
×