ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গবেষণাই আমার জীবন ॥ গোলাম মুরশিদ

প্রকাশিত: ১১:০১, ২০ ফেব্রুয়ারি ২০১৯

গবেষণাই আমার জীবন ॥ গোলাম মুরশিদ

স্টাফ রিপোর্টার ॥ গবেষণা মানে কেবল তথ্যসংগ্রহ করা নয়, বরং প্রাপ্ত তথ্যের ব্যাখ্যার মাধ্যমে সত্য অনুসন্ধান করা। আমি আমার জীবনের প্রায় পুরোটা সময় গবেষণা করেই পার করে দিয়েছি এবং আমৃত্যু তা করে যেতে চাই। এক কথায় গবেষণাই আমার জীবন। প্রখ্যাত গবেষক গোলাম মুরশিদ তার গবেষক-জীবন সম্পর্কে বলতে গিয়ে এসব মন্তব্য করেন। মঙ্গলবার ধানম-ির জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠে অনুষ্ঠিত হয়েছে ‘বিদ্যাপীঠ বৈঠকী’। এতে অতিথি ছিলেন প্রখ্যাত লেখক ও গবেষক ড. গোলাম মুরশিদ। আলাপের বিষয় ছিল ‘আমার জীবন আমার গবেষণা’। প্রায় চল্লিশ জন তরুণ-তরুণীর সঙ্গে, যাদের অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক ও শিক্ষার্থী, এই স্বনামধন্য গবেষকের আলাপে উঠে এসেছে তার দীর্ঘ গবেষণা জীবনের নানা প্রসঙ্গ, বাংলাদেশে গবেষণার সমস্যা ও প্রবণতা ইত্যাদি। নিজের দীর্ঘ বিলাতবাস সম্পর্কে তিনি বলেন, আমি যখন বিবিসিতে কাজ করার জন্য ল-নে চলে যাই তখন আমার বন্ধুরা ক্ষুব্ধ হয়েছিলেন। কিন্তু পঁয়ত্রিশ বছর পর এখন আমার মনে কোন অনুশোচনা নেই। ল-নে গিয়েই আমি গবেষণা শিখেছি, ইন্ডিয়া অফিস লাইব্রেরিই ছিল আমার তীর্থস্থান। আমাদের গবেষকরা যারা লন্ডন ইউনিভার্সিটি (সোয়াস) প্রভৃতি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে যান, দু-তিন বছর নির্দিষ্ট সময়ের জন্য কাজ করতে হয়, কারণ তারপর বৃত্তির সময় শেষ হয়ে যায়।
×