ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুমিরের কীর্তি

প্রকাশিত: ১১:১০, ২০ ফেব্রুয়ারি ২০১৯

কুমিরের কীর্তি

মাঝরাতে দরজায় খট খট। ঘুম থেকে ধড়মড়িয়ে উঠে বাইরে উঁকি দিতেই যা নজরে এলো, তাকে ত্রাস বললে কম বলা হয়। ১০ ফুট দৈর্ঘ্যরে এক কুমির অবস্থান করছে সেখানে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মেরিট আইল্যান্ডে। সেখানকার বাসিন্দা জেরি স্টেপলস মাঝরাতে দরজায় আওয়াজ পেয়ে জেগে ওঠেন। তার পরে উঁকি দিয়ে দেখতে পান কালান্তক চেহারার এক এ্যালিগেটর সেখানে বিরাজ করছে এবং তার নাক দিয়ে দরজায় ধাক্কা দিচ্ছে। আশপাশের বাড়ি থেকেও শুরু হয় উঁকিঝুঁকি। তবে এই বিশাল কুমিরকে নিয়ে কী করা যায়, তা নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েন জেরির প্রতিবেশীরা। বাধ্য হয়ে তারা পেশাদারদের খবর দেন। কুমির ধরা পেশাদাররা এসে সেই এ্যালিগেটরটিকে গুলি করতে বাধ্য হন। -ফক্স নিউজ
×