ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অর্থ উদ্ধার মামলার সর্বশেষ তথ্য জানালেন অর্থমন্ত্রী

প্রকাশিত: ১১:৩০, ২০ ফেব্রুয়ারি ২০১৯

অর্থ উদ্ধার মামলার সর্বশেষ তথ্য জানালেন অর্থমন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ জাতীয় সংসদে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালতে বাংলাদেশের পক্ষে মামলার সর্বশেষ তথ্য সবিস্তারে তুলে ধরলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি যাওয়া ঘটনায় যুক্তরাষ্ট্রের বাংলাদেশের পক্ষে মামলা করেছে দেশটির একটি আইনী প্রতিষ্ঠান। নির্দিষ্ট সময়ের মাঝে আমরা মামলাটি দায়ের করতে পেরেছি। চুরি যাওয়া রিজার্ভ অর্থ উদ্ধারের কাজ এখনও চলমান আছে। এ বিষয়ে যখনই কোন আপডেট তথ্য পাওয়া যাবে তখনই স্পীকারের মাধ্যমে সংসদকে আমি তা অবহিত করব। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৩০০ বিধিতে এ সংক্রান্ত এক বিবৃতিতে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দেশের ব্যাংকসমূহ এবং আর্থিক খাতের ব্যবস্থাপনায় আমাদের কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্থিক খাতের ব্যবস্থাপনার পাশাপাশি বৈদেশিক মুদ্রা রিজার্ভের ব্যবস্থা তারাই করে থাকেন। বাংলাদেশের ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভটি যুক্তরাষ্ট্রে নিউইয়র্কে অবস্থিত ফেডারেল ব্যাংক অব নিউইয়র্কে সংরক্ষণ করা হয়। মন্ত্রী বলেন, পৃথিবীর প্রায় সকল দেশের রিজার্ভই এখানে সংরক্ষিত থাকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, ২০১৬ সালে জানুয়ারিতে হ্যাকিং-এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংকে সংরক্ষিত আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভের একটি অংশ শ্রীলঙ্কা ও ফিলিপিন্সে ফেডারেল রিজার্ভ ব্যাংকে পাচার করা হয়।
×