ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেমিক্যাল পেলেই লাইসেন্স বাতিল

প্রকাশিত: ১১:৩১, ২০ ফেব্রুয়ারি ২০১৯

কেমিক্যাল পেলেই লাইসেন্স বাতিল

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পুরান ঢাকার কেমিক্যালের কোন দোকান ও গোডাউনে ঝুঁকিপূর্ণ ২৯ কেমিক্যাল পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই লাইসেন্স বাতিল করে দোকান সিলগালা করে দেয়া হবে ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। মঙ্গলবার দুপুরে বাবুবাজার মিটফোর্ড এলাকায় কেমিক্যাল কারখানাগুলোর অবস্থা সরেজমিন পরিদর্শনকালে ব্যবসায়ীদের দোকানের ট্রেড লাইসেন্স নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। একইসঙ্গে যাদের কাছে কোন নিষিদ্ধ কেমিক্যাল পাওয়া যাবে না তাদের সঙ্গে সঙ্গেই ট্রেড লাইসেন্স প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এ সময় তিনি নিয়ম মানায় ৫টি প্রতিষ্ঠানকে সঙ্গে সঙ্গেই ট্রেড লাইন্সে প্রদান করেন।
×