ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১১:৩১, ২০ ফেব্রুয়ারি ২০১৯

১২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

রাজধানীর গুলিস্তানে ‘ওজন ও পরিমাপ মানদ- আইন-২০১৮’’ লঙ্ঘন করায় ১২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মঙ্গলবার মামলা দায়ের করেছে বিএসটিআই। অন্যদিকে, বিএসটিআই’র আরেক অভিযানে অভিযুক্ত ১২ প্রতিষ্ঠানের মধ্যে খদ্দর বাজার, বিবি শপিং কমপ্লেক্সের মেসার্স আশিক ফেব্রিক্স, মেসার্স মোল্লা ফেব্রিক্স, মেসার্স হাজী ফেব্রিক্স, মেসার্স যমুনা ফেব্রিক্স, মেসার্স টপ মার্ট, মেসার্স বিসমিল্লাহ বেডিং স্টোর ও মেসার্স মেঘনা ফেব্রিক্স এবং বঙ্গবন্ধু এভিনিউ এলাকার সিটি ভবনের মেসার্স সৌদিয়া ক্লথ স্টোর, মেসার্স মৌসুমি ক্লথ স্টোর, মেসার্স সৌখিন ক্লথ স্টোর, মেসার্স সায়মন ক্লথ স্টোর ও মেসার্স চমক ক্লথ স্টোর কাপড় পরিমাপে মিটারের পরিবর্তে কাঠের গজকাঠি ব্যবহার করায় তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। -বিজ্ঞপ্তি
×