ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা ফেরাতে বহুপক্ষীয় কূটনৈতিক তৎপরতায় বাংলাদেশ

প্রকাশিত: ১১:৩২, ২০ ফেব্রুয়ারি ২০১৯

রোহিঙ্গা ফেরাতে বহুপক্ষীয় কূটনৈতিক তৎপরতায় বাংলাদেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশ বহুপক্ষীয় কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে দ্বি-পক্ষীয় আলোচনার তেমন কোন অগ্রগতি নেই। তবে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী পেনি মরডান্ট জানিয়েছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে সর্বোচ্চ চাপ দেবে যুক্তরাজ্য। খবর ওয়েবসাইটের। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা এসব কথা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা বিষয়ক প্রতিমন্ত্রী পেনি মরডান্ট এক বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের শাহরিয়ার আলম বলেন, যুক্তরাজ্য সরকারের মন্ত্রীর সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।
×