ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অর্থনীতির আকার অনুযায়ী নতুন ব্যাংকের সুযোগ নেই

প্রকাশিত: ১১:৩৬, ২০ ফেব্রুয়ারি ২০১৯

অর্থনীতির আকার অনুযায়ী নতুন ব্যাংকের সুযোগ নেই

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন করে বেসরকারী আরও তিনটি বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হচ্ছে বেঙ্গল কমার্শিয়াল, পিপলস ও সিটিজেন ব্যাংক। প্রতিটি ব্যাংকের পরিশোধিত মূলধন বাড়িয়ে ধরা হয়েছে ৫০০ কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংক খাতে প্রয়োজনীয় সংস্কার না করে নতুন ব্যাংক অনুমোদন দেয়া সঠিক সিদ্ধান্ত নয়। সবশেষ পুলিশ কল্যাণ ট্রাস্টের কমিউনিটি ব্যাংক বাংলাদেশসহ বর্তমানে দেশে চূড়ান্ত অনুমোদন পাওয়া ৫৮ ব্যাংকের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে ৫৭টি। এর মধ্যে তৃতীয় প্রজন্মের একসঙ্গে অনুমোদন পাওয়া ৯টি ব্যাংক এখনও শক্ত ভিতে দাঁড়াতে পারেনি। ধারাবাহিক লোকসান, ঋণ অনিয়মসহ নানা অভিযোগও আছে এসব ব্যাংকের বিরুদ্ধে। এসব বিষয় উপেক্ষা করেই ২০১৭ সালে আরও কয়েকটি ব্যাংকের আবেদন জমা পড়ে বাংলাদেশ ব্যাংকে। দীর্ঘ যাচাই-বাছাই শেষে রবিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রাথমিক অনুমোদন দেয়া হয় তিনটি বেসরকারী ব্যাংককে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবুল ফরাহ মোঃ সরকার নাসের বলেন, ‘সকল ব্যাংকের কাগজপত্র যাচাই-বাছাই শেষে পরিচালনা পর্ষদ সন্তুষ্ট চিত্তে ৩টি ব্যাংকে এলওয়াই দেয়ার জন্য সম্মতি জ্ঞাপন করেছে।’ সভাশেষে সাংবাদিকদের জানানো হয়, সব শর্ত পূরণ করলে, ছয় মাসের মধ্যে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করতে পারবে ব্যাংকগুলো। তবে অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের অর্থনীতির আকার ও প্রকৃতির বিবেচনায় আর কোন নতুন ব্যাংক আসা উচিত নয়।
×