ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আবুল কাশেম

প্রকাশিত: ১১:৩৬, ২০ ফেব্রুয়ারি ২০১৯

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আবুল কাশেম

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক মোঃ আবুল কাশেম। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আব্দুল হামিদ আগামী চার বছরের জন্য অধ্যাপক মোঃ আবুল কাশেমকে বুটেক্সের উপাচার্য হিসেবে দায়িত্ব দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে সোমবার থেকে তার নিয়োগ নিশ্চিত করেছেন।-বিজ্ঞপ্তি পাটের উন্নয়নে জুট গুডস রিসার্স এ্যান্ড ট্রেনিং সেন্টার করা হবে অর্থনৈতিক রিপোর্টার ॥ পাটের বহুমুখী ব্যবহার বাড়াতে ‘জুট গুডস রিসার্স এ্যান্ড ট্রেনিং সেন্টার’ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক, এমপি। মঙ্গলবার দুপুরে রাজধানীর পাট অধিদফতরে কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনাসভায় তিনি একথা বলেন। গোলাম দস্তগীর গাজী বলেন, ‘পাট আইন-২০১৭’ ও ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ শতভাগ বাস্তবায়নের মাধ্যমে দেশব্যাপী পাট পণ্য ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে পাট ভূমিকা রাখবে। দেশের জিডিপিতে আরও বেশি অবদান রাখবে। পাট পণ্যকে রফতানির শীর্ষে নিয়ে যেতে হবে। এজন্য সকলকে এক হয়ে পাটের সমস্যা বের করতে হবে এবং সমাধানের জন্য চেষ্টা করতে হবে। একই সঙ্গে পাটের বহুমুখী ব্যবহার বাড়ানোর জন্য একটি ‘জুট গুডস রিসার্স এ্যান্ড ট্রেনিং সেন্টার’ করার পরিকল্পনা সরকারের রয়েছে। যা ‘পাট আইন-২০১৭’ এর আওতায় এর পরিচালনার দায়িত্বে থাকবে পাট অধিদফতর। যেখানে পাটের বিভিন্ন সমস্যার সমাধান করা হবে এবং পাট খাতের উন্নয়নে বিশেষজ্ঞরা গবেষণার সুযোগ পাবেন। তিনি আরও বলেন, ইউরোপসহ বিশ্বের অন্যান্য দেশে পাটের ব্যবহার বাড়ানো হচ্ছে। সেদিক থেকে বাংলাদেশ কেন পিছিয়ে থাকব। ভারতসহ বিভিন্ন বাংলাদেশ থেকে পাট কিনে তারা তাদের দেশে পাটের ব্যবহার বাড়াচ্ছে।
×