ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এলিগেন্ট জাতীয় ইয়ুথ দাবা মার্চে

প্রকাশিত: ১১:৪৯, ২০ ফেব্রুয়ারি ২০১৯

এলিগেন্ট জাতীয় ইয়ুথ দাবা মার্চে

স্পোর্টস রিপোর্টার ॥ সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির সহ-পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এলিগেন্ট জাতীয় ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপ আগামী ১ মার্চ থেকে জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটরিয়ামে শুরু হবে। অনুর্ধ-৮, ১০, ১২, ১৪, ১৬ ও ১৮ বছর ক্যাটাগরিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনুর্ধ-১৮ বছরের বালক ও বালিকারা স্ব-স্ব বয়সভিত্তিক গ্রুপে অংশ নিতে পারবে। অংশগ্রহণের জন্য কোন ফি লাগবে না। অংশগ্রহণে আগ্রহীদের স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে বয়সের প্রমাণপত্রসহ নিজ নিজ ক্যাটাগরিতে আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ দাবা ফেডারেশন অফিসে নাম জমা দিতে হবে। প্রতিটি ক্যাটাগরির খেলা সুইস লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
×