ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভেনিজুয়েলার সেনাবাহিনীকে ট্রাম্পের হুমকি

প্রকাশিত: ০০:১৪, ২০ ফেব্রুয়ারি ২০১৯

ভেনিজুয়েলার সেনাবাহিনীকে ট্রাম্পের হুমকি

অনলাইন ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার সেনাবাহিনীকে সে দেশের প্রেসিডেন্ট মাদুরোর প্রতি সমর্থন দেয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, মাদুরোকে সমর্থন দেয়া বন্ধ না করলে সব হারাতে হবে। ট্রাম্প বলেছেন, মাদুরোকে সমর্থন দেয়া অব্যাহত রেখে ভেনিজুয়েলার সেনারা তাদের ভবিষ্যত ও জীবনের ঝুঁকি নিচ্ছে। পাশাপাশি তিনি ভেনিজুয়েলায় আমেরিকার পাঠানো ‘মানবিক সহায়তা’ প্রবেশের সুযোগ দেয়ার কথা বলেছেন। আমেরিকার মিয়ামিতে ভেনিজুয়েলা ও কিউবা থেকে অভিবাসন গ্রহণ করা লোকজনের এক সমাবেশে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, ভেনিজুয়েলার সেনারা মাদুরোর প্রতি সমর্থন অব্যাহত রাখলে তারা নিরাপদ কোনো আশ্রয়ও পাবে না। ট্রাম্পের এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট মাদুরো বলেছেন, “মার্কিন প্রেসিডেন্টের এ বক্তব্য নাজিদের বক্তব্যের মতো। ট্রাম্প এমনভাবে কথা বলছেন যেন তিনি ভেনিজুয়েলার মালিক এবং এ দেশের জনগণ যেন তার গোলাম।
×