ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে ‘শয়তানের কেন্দ্রবিন্দু’ সৌদি আরব ॥ ইরান

প্রকাশিত: ০০:৩০, ২০ ফেব্রুয়ারি ২০১৯

মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে ‘শয়তানের কেন্দ্রবিন্দু’ সৌদি আরব ॥ ইরান

অনলাইন ডেস্ক ॥ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি’র উপ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, সৌদি আরব মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে ‘শয়তানের কেন্দ্রবিন্দু’তে পরিণত হয়েছে। সম্প্রতি তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরো বলেছেন, শত্রুদের পরাজিত করে সন্ত্রাসী হামলায় নিহতদের রক্তের বদলা নিতে প্রস্তুতি গ্রহণ করেছে তেহরান। ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে গত বুধবারের ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে মঙ্গলবার এক শোকানুষ্ঠানে জেনারেল সালামি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, সৌদি-সমর্থিত সন্ত্রাসীরা ওই হামলা চালিয়েছে এবং এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং ওই হামলা ছিল বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ছড়িয়ে দেয়ার ‘একটি বিপজ্জক কৌশলের’ অংশ। আইআরজিসি’র এই কমান্ডার বলেন, তার দেশের সশস্ত্র বাহিনী আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও মধ্যপ্রাচ্যের প্রতিক্রিয়াশীল আরব সরকারগুলোর সমন্বয়ে গড়ে ওঠা শয়তানের তিন অক্ষশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং এটি সহজ কোনো কাজ নয়। জেনারেল সালামি আরো বলেন, ইসলামের শত্রুদের সব ধরনের ষড়যন্ত্র সত্ত্বেও সাম্রাজ্যবাদী শক্তি আজ দুর্বল হচ্ছে এবং মুসলিম বিশ্বের শক্তি ক্রমেই বাড়ছে। গত ১৩ ফেব্রুয়ারি ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের একটি মহাসড়কে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর জওয়ানদের বহনকারী একটি বাসে ভয়াবহ গাড়িবোমা হামলায় ২৭ জন নিহত ও ১৩ জন আহত হন। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী জেইশুজ জুলুম এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। আইআরজিসি প্রাথমিক তদন্তের জের ধরে বলেছে, ১৩ ফেব্রুয়ারির হামলাকারীর পাশাপাশি এতে জড়িত আরো দুই সন্ত্রাসী পাকিস্তানি নাগরিক এবং তারা সৌদি পরিকল্পনায় এ হামলা চালিয়েছে।
×