ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক কারবারি রোহিঙ্গা নিহত

প্রকাশিত: ০১:০৫, ২০ ফেব্রুয়ারি ২০১৯

টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক কারবারি রোহিঙ্গা নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে বন্দুক ও ইয়াবাসহ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসলে এটি মুচনী ক্যাম্পের রোহিঙ্গা জাফর আলমের মরদেহ বলে শনাক্ত করে স্বজনরা। আজ বুধবার সকালে পুলিশ লাশটির ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। জানা যায়, টেকনাফে বিজিবি হাতে আটক হওয়া এক রোহিঙ্গা মাদক কারবারিকে নিয়ে বিজিবি অভিযানে গেলে তার সহযোগিদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় রোহিঙ্গা যুবক জাফর নিহত হয়েছে। আহত হয়েছে দুই বিজিবি সদস্য। ঘটনাস্থল থেকে দেশীয় তৈরী ১টি অস্ত্র ও ৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তথ্য সূত্রে জানা যায়, বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে বিজিবি সদস্যরা টেকনাফ নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ২৬নং মোচনী ক্যাম্পের এব¬কের ১৮০/৫নং রোমের বাসিন্দা মোহাম্মদের পুত্র মো: জাফর আলমকে আটক করে। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে ২বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল সাবরাং ৫নং স্লুইচ গেট সংলগ্ন এলাকা দিয়ে ইয়াবার চালান অনুপ্রবেশের খবর পেয়ে অবস্থান নেয়। কিছুক্ষণ পর খাল দিয়ে একদল লোক উঠতে দেখে তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারি গ্রুপের সদস্যরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। বিজিবিও আত্বরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে উভয় পক্ষের মধ্যে ২০-২৫ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে বিজিবির দুই সদস্য আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। বিজিবি টহল দল ১টি দেশীয়-তৈরী লম্বা বন্দুক, ৫ হাজার পিস ইয়াবাসহ গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×