ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পলিথিনের বদলে চটের ব্যাগে বাজার করতে হবে ॥ সাঈদ খোকন

প্রকাশিত: ০২:০৮, ২০ ফেব্রুয়ারি ২০১৯

পলিথিনের বদলে চটের ব্যাগে বাজার করতে হবে ॥ সাঈদ খোকন

অনলাইন ডেস্ক ॥ আজ বুধবার রাজধানীর লালবাগ কেল্লার সামনে থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, ‘নাগরিকরা একটু সচেতন হলেই পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব হবে। এ জন্য যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ এবং পলিথিনের বদলে চটের ব্যাগে বাজার করতে হবে।’ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে এবং নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের (নাসফ) সহযোগিতায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজন করা হয়। মেয়র বলেন, ‘এ শহরে প্রতি বর্গকিলোমিটার এলাকায় লাখো মানুষ বাস করে অথচ বিশ্বের অন্যান্য ভালো শহরে এ পরিমাণ জায়গায় বাস করে ৩-৪ হাজার মানুষ। তাই আমাদের এ শহরটা পুরোপুরি পরিচ্ছন্ন হতে হলে সবার আগে নাগরিকদের সচেতন হতে হবে।’ জনসচেতনতার লক্ষ্যে পরিচ্ছন্ন অভিযানে অংশ নেয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাঈদ খোকন বলেন, ‘আগেকার মানুষ বাজারে যেত চটের ব্যাগ বাসা থেকে নিয়ে, আর মাছ কেনার জন্য খালুই জাতীয় একটা পাত্র ব্যবহার করতো। কিন্তু এখন আমরা খালি হাতে বাজারে গিয়ে বিভিন্ন ব্যাগে বাজার নিয়ে আসি। আর সে ব্যাগগুলো বাইরে ফেলে দেই। এতে আমাদের শহর আরও অপরিচ্ছন্ন হয়। তাই শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন হতে হবে। বাসায় গিয়ে বাবা-চাচা, দাদা বা আত্মীয়-স্বজনদের বলবে উনারা যেন চটের ব্যাগ নিয়ে বাজারে যায়। এভাবেই সবাই সবার জায়গা থেকে একটু সচেতন হলেই আমরা এবং আমাদের আগামী প্রজন্ম একটি সুস্থ্য, পরিচ্ছন্ন শহর উপহার পাবে।’ ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও লালবাগ আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি মো. সেলিম, এফবিসিসিআই পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শমী কায়সার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক জাহিদ হোসেন, অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপক খন্দকার মিল্লাতুল ইসলাম, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোকাদ্দেস হোসেন জাহিদ, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক প্রমুখ।
×