ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁয় বোরো চাষে বাম্পার ফলনের সম্ভাবনা

প্রকাশিত: ০৫:৫৫, ২০ ফেব্রুয়ারি ২০১৯

নওগাঁয় বোরো চাষে বাম্পার ফলনের সম্ভাবনা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ চলতি মৌসুমে শষ্য ভান্ডার খ্যাত উত্তরের নওগাঁ জেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। জেলা জুড়ে বোরোর বাম্পার ফলনের সম্ভাবনা আশা করছেন জেলা কৃষি বিভাগ ও বোরো চাষীরা। জেলার প্রতিটি মাঠের বুকে এখন সবুজের সমারোহ। দিগন্তজুড়ে যেদিকে চোখ যায়, শুধু সবুজ আর সবুজ। সবুজের সমারোহে চোখ জুড়িয়ে যায়। বোরো ধানের বাম্পার ফলনের আশায় কৃষকের মুখে এখন হাসির ঝিলিক। জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবারে বোরো মৌসুমে জেলার ১১ উপজেলার ৯৯ ইউনিয়নে ১ লাখ ৮৮ হাজার ১৮৬ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত জেলায় ১ লাখ ৮৪ হাজার হেক্টর জমিতে বোরো ধান লাগানো হয়েছে। অপেক্ষাকৃত উঁচু জমিতে বোরো ধানের চারা লাগানো অব্যাহত রয়েছে। আগামী ১৫ মার্চ পর্যন্ত জমিতে চারা রোপন চলবে। উল্লেখিত জমিতে ধান লাগানোর জন্য ৯ হাজার ৩২০ হেক্টর জমিতে বীজতলা তৈরীর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হলেও কৃষক এবার ১০ হাজার ৬৯০ হেক্টর জমিতে বীজতলা তৈরী করে। এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক বলেন, অধিক ফলনের জন্য পরিমিত সার ব্যবহার, পানি সাশ্রয় এবং সার্বিক পরিচর্যায় কৃষকদের সচেষ্ট হতে আমরা সব সময়ই পরামর্শ দিয়ে আসছি। এবার জেলার কোথাও মাজড়া পোকার আক্রমণ নেই। ফলে আমরা আশা করছি, এবার রেকর্ড পরিমাণ জমিতে বোরো ধানের বাম্পার ফলন হবে।
×