ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাউবি’র এসএসসি ও পিজিডিএমইউ প্রোগ্রামের ১৮২ টার্ম পরীক্ষা শুরু শুক্রবার

প্রকাশিত: ০৬:৪৪, ২০ ফেব্রুয়ারি ২০১৯

বাউবি’র এসএসসি ও পিজিডিএমইউ প্রোগ্রামের ১৮২ টার্ম পরীক্ষা শুরু  শুক্রবার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুক্রবার (২২ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে এবং শেষ হবে আগামী ৩০ মার্চ। এ পরীক্ষায় মোট ৯৩ হাজার ৭ শত ৯৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এরমধ্যে ৫৮ হাজার ১ শত ৯ জন ছাত্র এবং ৩৫ হাজার ৬ শত ৯০ জন ছাত্রী। সারাদেশের ৩৩০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা শুক্রবার ও শনিবার সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। এদিকে একইদিন বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) পোষ্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মেডিক্যাল আলট্রাসাউন্ড (চএউগট) প্রোগ্রামের ১৮২ টার্মের ১ম সিমেষ্টার পরীক্ষা শুরু হচ্ছে এবং তা শেষ হবে আগামী ৮ মার্চ। বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মোঃ আবুল কাসেম শিখদার বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
×