ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিচার বিভাগের স্বচ্ছতা বজায় রাখতে গণমাধ্যমের উপস্থিতি গুরুত্বপূর্ণ : প্রধান বিচারপতি

প্রকাশিত: ০৯:৩২, ২০ ফেব্রুয়ারি ২০১৯

বিচার বিভাগের স্বচ্ছতা বজায় রাখতে গণমাধ্যমের উপস্থিতি গুরুত্বপূর্ণ : প্রধান বিচারপতি

অনলাইন রিপোর্টার ॥ বিচার বিভাগের স্বচ্ছতার জন্য সাংবাদিকদের কোর্টরুমে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’রিপোর্টার্স ফোরামের সুসজ্জিত কার্যালয় উদ্বোধনের পর তিনি এ মন্তব্য করেন। এসময় প্রধান বিচারপতি বলেন, বর্তমানে সাংবাদিকতা খুবই গুরুত্বপূর্ণ পেশা। তাই বিচার বিভাগের স্বচ্ছতার জন্য সাংবাদিকদের কোর্টে প্রবেশাধিকার নিশ্চিত করা জরুরি। এর আগে ফিতা কেটে সুসজ্জিত কক্ষ উদ্বোধন করেন প্রধান বিচারপতি। এরপর এলআরএফ এর বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন তিনি।
×