ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চকবাজারে অগ্নিকাণ্ডে প্রাণহানিতে স্পিকার ও অর্থমন্ত্রীর শোক

প্রকাশিত: ০১:৩৯, ২১ ফেব্রুয়ারি ২০১৯

চকবাজারে অগ্নিকাণ্ডে প্রাণহানিতে স্পিকার ও অর্থমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক ॥ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল রাজধানী পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বাণীতে স্পিকার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন।এদিকে অপর এক শোক বাণীতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।শোক বার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং নিহতদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। বুধবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবন থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা জানান। পরে তা পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। সর্বশেষ রাত ৩টার দিকে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের প্রায় ২০০ কর্মী। তবে ছোট গলি ও পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে প্রচণ্ড বেগ পেতে হয়। আজ বৃহস্পতিবার বেলা ১১টা এখন পর্যন্ত ৭০টি লাশ উদ্ধার হয়েছে। এ ছাড়া দগ্ধ হয়েছেন অর্ধশতাধিক। এখনও উদ্ধার অভিযান চলছে।
×