ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কালকিনির কৃষক জালাল উদ্দিন লাউ চাষ করে সাবলম্বী

প্রকাশিত: ০৪:২৫, ২১ ফেব্রুয়ারি ২০১৯

কালকিনির কৃষক জালাল উদ্দিন লাউ চাষ করে সাবলম্বী

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের পূর্ব শিকারমঙ্গল গ্রামের মোঃ জালাল উদ্দিন বেপারী একজন পেশায় কৃষক। তার বয়স এখন প্রায় ৬০ বছর। পরিবারে রয়েছেন ৫ ছেলেসহ ৭জন সদস্য। তিনিই সংসারের উপার্জনের এক মাত্র অবলম্বন। তার উপার্জনের টাকায় চলে তার সংসার। সে বছরের ১২ মাস এ কৃষি কাজে ব্যাস্ত থাকেন। তবে সবজির মধ্যে তিনি লাউ উৎপাদন করেন বছরের ১২ মাস। এতে করে সে প্রায় লক্ষাধীক টাকা আয় করে থাকেন। তার এ উপার্জনের টাকায় তার এক ছেলেকে বিএসসি ইঞ্জিনিয়রিং পড়াচ্ছেন। এবং এক ছেলেকে বিদেশেও পাঠিয়েছেন। আর এ লাউ চাষ করেই আজ তিনি সফল ও স্বাবলম্বী একজন মানুষ হিসেবে সমাজে পরিচিতি লাভ করেছেন। ’ তিনি জানান, এক বিঘা জমিতে লাউ আবাদ করতে খরচ হয় ২০ থেকে ২৫ হাজার টাকা। খরচ বাদ দিয়ে এ থেকে সর্বোচ্চ ৮০ হাজার টাকা আয় করা সম্ভব। জালাল উদ্দিন সফলতায় এ অঞ্চলের অনেকেই এখন সবজি চাষে উৎসাহী হয়ে উঠছেন । উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে উপজেলায় সবজি চাষ হয়েছে প্রায় দুই হাজার হেক্টর জমিতে। আর এ থেকে প্রায় ১০ হাজার টন সবজি উৎপাদন হবে। উপজেল কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস জানান, ‘এ উপজেলার মাটির গুণাগুণ ভালো। এ অঞ্চলে শীতকালীন সবজি ছাড়াও বেশকিছু সবজি ১২ মাস উৎপাদন হয়। এর মধ্যে লালশাক, লাউ, মিষ্টি কুমড়া, পুঁইশাক অন্যতম। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সবসময় কৃষকদের সার্বিক পরামর্শ ও সহায়তা দিয়ে আসছি।’
×