ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টেকনাফে একলাখ ইয়াবাসহ ১১রোহিঙ্গা আটক

প্রকাশিত: ০৭:১৪, ২১ ফেব্রুয়ারি ২০১৯

টেকনাফে একলাখ ইয়াবাসহ ১১রোহিঙ্গা আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ ১১জনকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার ভোররাতে টেকনাফ সেন্টমার্টিনের পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগর থেকে ট্রলারসহ ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছে, মিয়ানমারের মংডু শহরের মংনি পাড়ার কবির আহমেদ, মো: নবী মাঝি, আমানুল্লাহ, তারেক উল্লাহ, কামাল উদ্দিন, মো: ছাবের, মো: রিয়াজ, মো: শাকের, মো: ফয়সাল, মো: রহমত উল্লাহ ও মো: রিয়াজ। তারা সবাইর বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যে। কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. ফয়জুল ইসলাম মণ্ডল বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বঙ্গোপসাগর এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে এমন তথ্য পায় কোস্টগার্ড। কোস্টগার্ডের দুটি টিম ওই এলাকায় কড়া নজরদারী করে। পরে বৃহস্পতিবার ভোরে একটি সন্দেহভাজন ফিশিং ট্রলারকে দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা তাদের সঙ্কেত দিলে পালানোর চেষ্টা চালায়। এসময় ট্রলারটিকে ধাওয়া করে ইয়াবার চালান জব্দ করতে সক্ষম হয়। ট্রলারে তল্লাশি চালিয়ে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার ও ১১ জন কারবারিকে আটক করা হয়েছে।
×