ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গারা পিটিয়েছে সাংবাদিক ও পুলিশকে

প্রকাশিত: ০৭:৪৭, ২১ ফেব্রুয়ারি ২০১৯

রোহিঙ্গারা পিটিয়েছে সাংবাদিক ও পুলিশকে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ আশ্রয় ক্যাম্পে সন্ত্রাসী রোহিঙ্গাদের হামলায় তিন জার্মান সাংবাদিক, দোভাষী ও পুলিশসহ ৬জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ লম্বাশিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন বাংলাদেশি দোভাষী, গাড়ির ড্রাইভার ও পুলিশ সদস্যও রয়েছে। জার্মান সংবাদিকরা হলেন, ইয়োচো লিওলি, এস্ট্যাটিউ এপল ও গ্রান্ডস স্ট্যাফু। তাদের বাংলাদেশি দোভাষী হলেন মো: সিহাব উদ্দিন ও গাড়ির চালক নবীউল আলম। জানা যায়, জার্মান সাংবাদিকরা উখিয়ার কুতুপালং ক্যাম্প-৪ এক্সটেনশন থেকে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে লম্বাশিয়ায় বাজারে এক রোহিঙ্গা পরিবারকে জামা কাপড় কিনে দিচ্ছিলেন। ওইসময় সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটে। সাংবাদিকদের উদ্ধার করতে গিয়ে জাকির হোসেন নামে এক পুলিশ সদস্যও রোহিঙ্গাদের হামলায় আহত হন। রোহিঙ্গারা বিদেশিদের ব্যবহৃত গাড়ি ভাংচুর করেছে। হামলাকারীরা ক্যামেরা কাগজপত্র (পাসপোর্ট), নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে গেছে। পুলিশ জানিয়েছে, জার্মান সাংবাদিকদের হামলার ঘটনায় জড়িতদের ধরতে ও মালামাল উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
×