ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যাত্রীবাহী বাস থেকে ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

প্রকাশিত: ০৭:৫৮, ২১ ফেব্রুয়ারি ২০১৯

যাত্রীবাহী বাস থেকে ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার,  গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুরপাল্লার একটি যাত্রীবাহী বাস থেকে ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব-১১ সদস্যারা। এ সময় মোঃ তৈয়ব (৪৫) ও মোঃ কামাল মিয়া (৩০) নামে দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি চেয়ারকোচ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। একটি লোহার তৈরি জ্বালাইকৃত বক্সে করে ইয়াবাগুলো বহন করে নিয়ে আসছিল। সন্ধ্যায় র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মধ্যে এ তথ্য জানা যায়। গ্রেফতারকৃত মাদক কারবারী মোঃ তৈয়বের বাড়ী কক্সবাজারের টেকনাফের নাজিরপাড়া গ্রামে ও মোঃ কামাল মিয়ার বাড়ী বি-বাড়ীয়া জেলার বিজয় নগর থানাধীন বিষ∙পুর গ্রামে। র‍্যাব আরো জানান, গ্রেফতারকৃত তৈয়ব ও কামাল দীর্ঘদিন ধরে সাধারণ রাজমিস্ত্রী সেজে অভিনব কায়দায় লোহার তৈরি জ্বালাই করা বক্সের ভেতরে করে ইয়াবা টেকনাফ থেকে ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে। মূলত রাজ মিস্ত্রীর ছদ্মবেশে তারা ইয়াবা কারবারী করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব জানায়।
×