ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে প্রত্নসামগ্রী হস্তান্তর

প্রকাশিত: ০৮:৪৯, ২২ ফেব্রুয়ারি ২০১৯

বাগেরহাটে প্রত্নসামগ্রী হস্তান্তর

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে নিজেদের সংগৃহীত শতাধিক প্রত্নসামগ্রী বাগেরহাট জাদুঘরে হস্তান্তর করেছে বাগেরহাটের রনবিজয়পুর বঙ্গবন্ধু শিশু-কিশোর সংগঠনের নামে একটি সংগঠন। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জাদুঘরের সামনের একটি কক্ষে সংগঠনের ২৫ শিশু-কিশোরের হাত থেকে এসব প্রত্নবস্তু গ্রহণ করেন জাদুঘরের কাস্টোডিয়ান গোলাম ফেরদাউস। প্রত্নবস্তু হস্তান্তর অনুষ্ঠানে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকতারুজ্জামান বাচ্চু, ষাটগম্বুজ মসজিদের ইমাম হেলাল উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, সাংবাদিক মোল্লা মাসুদুল হক, এইচএম মইনুল ইসলাম প্রমুখ, সংগঠনের সভাপতি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জুম্মান শেখ, সাধারণ সম্পাদক অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ইনজামামুল কবির, শিক্ষার্থী আরশাদ হোসেন রাফিসহ অনেকে উপস্থিত ছিলেন।
×