ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খাদ্য খাতের ৫৪ ভাগ কোম্পানির মুনাফা বেড়েছে

প্রকাশিত: ০৮:৫২, ২২ ফেব্রুয়ারি ২০১৯

খাদ্য খাতের ৫৪ ভাগ কোম্পানির মুনাফা বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ৫৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের অর্ধবার্ষিক বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’ ২০১৮) এই মুনাফা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১৭টি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫টি চলতি অর্থবছরের (জুলাই-ডিসেম্বর’১৮) ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮টির বা ৫৪ শতাংশের ইপিএস বেড়েছে, ইপিএস কমেছে ২টির বা ১৩ শতাংশের এবং ৫টির বা ৩৩ শতাংশের শেয়ার প্রতি লোকসান হয়েছে। ইপিএস সর্বোচ্চ বেড়েছে ফাইন ফুডসের। কোম্পানিটির ইপিএস ১১৭৯ শতাংশ বেড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১০২৯ শতাংশ বঙ্গজের ও তৃতীয় সর্বোচ্চ ফু-ওয়াং ফুডের ২৯ শতাংশ ইপিএস বেড়েছে। আর ইপিএস সবচেয়ে কম ৫ শতাংশ বেড়েছে আরডি ফুডের। অর্ধবার্ষিক বা ৬ মাসে ইপিএস সবচেয়ে বেশি কমেছে জেমিনি সী ফুডের। এ সময়ে কোম্পানিটির ইপিএস কমেছে ৫৩ শতাংশ এবং এপেক্স ফুডসের ইপিএস ২০ শতাংশ কমেছে। চলতি অর্থবছরের ৬ মাসে খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৫টি কোম্পানি লোকসান করেছে। এসব কোম্পানির মধ্যে ২টির লোকসান বেড়েছে এবং ৩টির লোকসান কমেছে।
×