ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হোটেল রয়েল টিউলিপের আইপিও অনুমোদন

প্রকাশিত: ০৮:৫৩, ২২ ফেব্রুয়ারি ২০১৯

হোটেল রয়েল টিউলিপের আইপিও অনুমোদন

পুঁজিবাজারে থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে হোটেল ‘রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট এ্যান্ড স্পা’ লিমিটেড। মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৭৬তম সভায় এ অনুমোদন দেয়া হয়। জানা যায়, আইপিওর মাধ্যমে বাজার থেকে ১৫ কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। কোম্পানিটিকে ১০ টাকা ইস্যু মূল্যের দেড় কোটি সাধারণ শেয়ার আইপিওর মাধ্যমে ইস্যু করার অনুমতি দেয়া হয়েছে। আইপিওর মাধ্যমে উত্তোলিত ১৫ কোটি টাকা দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ করবে। এর মধ্যে ইন্টিরিয়র ফিনিসিং এ্যান্ড ফার্নিচার, জমি ক্রয় এবং আইপিও খরচ বাবদ ব্যয় করবে।-অর্থনৈতিক রিপোর্টার বাজারে মুঠোফোনে নিয়ন্ত্রণযোগ্য ওয়ালটনের আইওটি বেজড স্মার্ট এসি অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রথমবারের মতো বাজারে পাওয়া যাচ্ছে আইওটি বেইজড স্মার্ট এসি। দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন এটি তৈরি করছে, যা মুঠোফোনে নিয়ন্ত্রণযোগ্য। এবারের বাণিজ্য মেলায় ব্যাপক সাড়া পাওয়ার পাশাপাশি শোরুমগুলোতে এখন দেদারছে বিক্রি হচ্ছে এই এসি। প্রতিটি এসি আন্তর্জাতিকমানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান নিয়ন্ত্রণ সনদ পাওয়ার পরে বাজারজাতকরা হয়। সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার, সঠিক বিটিইউ ও উচ্চ গুণগত মানের নিশ্চয়তা, আকর্ষণীয় ডিজাইন, সাশ্রয়ী মূল্য, দেশব্যাপী বিস্তৃত সেলস ও সার্ভিস নেটওয়ার্ক থাকায় ওয়ালটন এসি এখন শুধু দেশেই সমাদৃত নয় পাশাপাশি এই প্রযুক্তি পণ্য দেশের বাইরেও রফতানি হচ্ছে। ওয়ালটনের স্মার্ট ও ইনভার্টার এসিতে বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে ৬০ শতাংশ পর্যন্ত। ইনভার্টার প্রযুক্তির এসির কম্প্রেসারে রয়েছে টার্বোমুড। যা রুমের তাপমাত্রা দ্রুত কমিয়ে এনে রুমকে তাড়াতাড়ি ঠান্ডা করে। এই প্রযুক্তিতে পিসিবি বা মাদারবোর্ডে স্থাপিত মাইক্রোপ্রসেসরের বিশেষ প্রোগ্রামিং এর মাধ্যমে রুমের তাপমাত্রা অনুযায়ী কম্প্রেসারের গতি নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ রুমের তাপমাত্রা কমার পাশাপাশি কম্প্রেসারের গতিও কমে আসে। ওয়ালটন এসির কম্প্রেসারে ব্যবহৃত হচ্ছে বিশ্বস্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব এইচএফসি গ্যাসমুক্ত আর৪১০এ রেফ্রিজারেন্ট।
×