ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ব্লকে শেয়ার কিনবেন মেট্রো স্পিনিংয়ের দুই পরিচালক

প্রকাশিত: ০৮:৫৪, ২২ ফেব্রুয়ারি ২০১৯

ব্লকে শেয়ার কিনবেন মেট্রো স্পিনিংয়ের দুই পরিচালক

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্লক মার্কেটে নিজ কোম্পানির ৩ লাখ ৬১ হাজার ৩৬৮টি করে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন মেট্রো স্পিনিং লিমিটেডের দুই পরিচালক মোঃ ফেরদৌস কাওসার মাসুদ ও লায়লা আলী। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ৩০ কার্যদিবসের মধ্যে এই ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হবে। গত বছরও তারা কোম্পানিটির শেয়ার কিনেছেন। ৩০ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য ২ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে বস্ত্র খাতের কোম্পানিটি। হিসাব বছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা দাঁড়ায় ৯ পয়সা, আগের বছর যেখানে শেয়ারপ্রতি লোকসান ছিল ৬৪ পয়সা। ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়ায় ১৫ টাকা ৫৩ পয়সা। চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আবারও শেয়ারপ্রতি ৬ পয়সা লোকসান করেছে মেট্রো স্পিনিং, আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৮ পয়সা। ২০০২ সালে শেয়ারবাজারে আসা এ কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৬১ কোটি ৬৯ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভ ২৩ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ২৫ দশমিক শূন্য ৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১২ দশমিক ৪৯ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ৬২ দশমিক ৪৬ শতাংশ শেয়ার। ডিএসইতে সর্বশেষ ৮ টাকা ৭০ পয়সায় মেট্রো স্পিনিংয়ের শেয়ার লেনদেন হয়। গত এক বছরে এর সর্বনিম্ন দর ছিল ৭ টাকা ৮০ পয়সা ও সর্বোচ্চ ১৪ টাকা ৬০ পয়সা।
×