ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শান্তা আমানাহ ফান্ডের ইউনিট বিও হিসাবে জমা

প্রকাশিত: ০৮:৫৪, ২২ ফেব্রুয়ারি ২০১৯

শান্তা আমানাহ ফান্ডের ইউনিট বিও হিসাবে জমা

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে টাকা উত্তোলন করা বে-মেয়াদী মিউচুয়াল ফান্ড শান্তা আমানাহ শরীয়াহ ফান্ডের আইপিও ইউনিট বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। বুধবার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে ফান্ডটির ইউনিট বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বিএসইসি’র ৬৬১তম কমিশন সভায় এই প্রসপেক্টাস অনুমোদন দেয়া হয়েছে। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ কোটি টাকা। এর উদ্যোক্তা অংশ দিবে ৩ কোটি টাকা। বাকি ২৭ কোটি টাকা সকল বিনিয়োগকারীর জন্য বরাদ্দ রাখা হয়েছে। ইউনিট বিক্রির মাধ্যমে এই টাকা উত্তোলন করা হবে। ফান্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য ১০ টাকা। এর উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে শান্তা এ্যাসেট ম্যানেজমেন্ট লিঃ। এছাড়া এর ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। ইউনিক হোটেলের মুনাফা বেড়েছে অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্টসের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৩ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথমার্ধে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ’১৮) এই মুনাফা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি অর্থবছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.২৫ টাকা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ১.২১ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ০.০৪ টাকা বা ৩ শতাংশ। এদিকে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ’১৮) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭২ টাকা। যা আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৭১ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ০.০১ টাকা ১ শতাংশ। কোম্পানিটির ২০১৮ সালের ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৭.৮৭ টাকায়।
×