ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বোনাস শেয়ার বিও হিসাবে পাঠিয়েছে রহিম টেক্সটাইল

প্রকাশিত: ০৮:৫৪, ২২ ফেব্রুয়ারি ২০১৯

বোনাস শেয়ার বিও হিসাবে পাঠিয়েছে রহিম টেক্সটাইল

অর্থনৈতিক রিপোর্টার ॥ সর্বশেষ হিসাব বছরের বোনাস লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে রহিম টেক্সটাইল মিলস লিমিটেড। এছাড়া নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছে এ কোম্পানি। ৩০ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে রহিম টেক্সটাইল। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫০ পয়সা ও শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ৪০ টাকা ৯১ পয়সা। ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে রহিম টেক্সটাইল। ওই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৬ টাকা ৬১ পয়সা। এদিকে চলতি হিসাব বছরের প্রথম দুই প্রান্তিকে রহিম টেক্সটাইলের ইপিএস আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় দ্বিগুণে উন্নীত হয়েছে। জুলাই-ডিসেম্বর সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ২৯ পয়সা। জানা গেছে, অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে চলতি হিসাব বছরের প্রথমার্ধে রহিম টেক্সটাইলের ইপিএস হয়েছে ৫ টাকা ১৯ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ২ টাকা ৯৩ পয়সা। দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর) সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ১৫ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৭৫ পয়সা। ৩১ ডিসেম্বর কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪০ টাকা ৫৬ পয়সা। এর আগে প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয় ২ টাকা ২৫ পয়সা, যা এর আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৩০ পয়সা।
×