ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অগ্নিদগ্ধ মানুষের পাশে ঢাকা মেডিকেলে নায়ক বাপ্পি

প্রকাশিত: ০৯:৩৩, ২১ ফেব্রুয়ারি ২০১৯

অগ্নিদগ্ধ মানুষের পাশে ঢাকা মেডিকেলে নায়ক বাপ্পি

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গতকালের (২০ ফেব্রুয়ারি) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা ৭০ ছাড়িয়েছে। আহত অনেকের অবস্থাও গুরুতর। এমন ভয়াবহতায় শোকে কাতর সারাদেশ। এই পরিস্থিতিতে ঘরে থাকতে পারলেন না চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। আহতদের পাশে দাঁড়াতে ছুটে গিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে। সমবেদনা ও পাশে থাকার কথাও বলেছেন এই চিত্রনায়ক। বাপ্পি জানান, রাতে বাসায় ফেরার পর বিষয়টি জানতে পারেন এই নায়ক। এরপর রাতে ঠিকমতো ঘুমাতে পারেননি তিনি। তাই সকাল ১০টার দিকে ছুটে গিয়েছেন হাসপাতাল ও মর্গে। সারা দিন এসব স্থানেই ছিলেন তিনি। বাসায় ফিরেছেন বিকাল ৪টায়।অগ্নিদগ্ধদের সঙ্গে কথা বলছেন বাপ্পি তিনি বলেন, ‘মৃত্যু তো আমাদের সবার জন্যই অবধারিত। কিন্তু এমন মৃত্যু কেন হতে হবে? এটা মেনে নেওয়া যায় না। এতগুলো মানুষ, তাদের পরিবার, স্বপ্ন, আশ্রয়স্থল, সবই পুড়ে গেলে ওই আগুনে।’ তিনি জানান, চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। যতটুকু সম্ভব আহতদের পাশে থাকতে চান এই চিত্রনায়ক। বাপ্পি আরও বলেন, ‘আমি চাই আমার মতো সবাই এগিয়ে আসুক। এটা খুব গুরুত্বপূর্ণ। আমি যতটুকু সম্ভব সবার সঙ্গেই কথা বলার চেষ্টা করেছি। যদি কারও আর্থিক সহায়তার দরকার হয়, আমি আমার সাধ্যমতো পাশে থাকতে চাই।’
×