ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বিশ্বব্যাংক প্রকল্পে নীতিগত সহায়তা দেবে

তিন বছরে সাড়ে ৬ হাজার কোটি টাকা ব্যয় হবে চাকরির সুযোগ সৃষ্টিতে

প্রকাশিত: ১১:১৯, ২২ ফেব্রুয়ারি ২০১৯

তিন বছরে সাড়ে ৬ হাজার কোটি টাকা ব্যয় হবে চাকরির সুযোগ সৃষ্টিতে

এম শাহজাহান ॥ চাকরির সুযোগ তৈরি করে দিতে আগামী তিন বছরে সাড়ে ৬ হাজার কোটি টাকা ব্যয় করা হবে। চাকরি পাবেন নারী, যুবক ও অসচ্ছল জনগোষ্ঠীর লোকজন। প্রার্থীকে দক্ষ করে সময়োপযোগী চাকরি দেয়া হবে। নীতি সহায়তা দিয়ে উদ্যোক্তা তৈরির মাধ্যমে চাকরির বাজারও তৈরি করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার। শুধু তাই নয়, নাগরিকদের জন্য অধিক ও ভাল চাকরির সুযোগ সৃষ্টির ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ রয়েছে তা দূর করতে কর্মপন্থা নির্ধারণ ও তা বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা হবে। বেকারদের জন্য চাকরির সুযোগ তৈরি করে দিতে সরকারের এই উদ্যোগে অর্থায়নের পাশাপাশি ও নীতিগত সহায়তা দেবে বিশ্বব্যাংক। সংস্থা প্রকল্পের নাম দেয়া হয়েছে-জব ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট (ডিপিসি)। এ তথ্য সংশ্লিষ্ট সূত্রের। এদিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে যেসব প্রকল্প গ্রহণ করেছে তার মূল লক্ষ্য অবকাঠামো উন্নয়ন করে দেশে ব্যাপক ভিত্তিতে বিনিয়োগ বাড়ানো। শিল্পায়নের জন্য বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান কিংবা চাকরির বাজার তৈরি হয়। এলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশে এখন দশ মেগা প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। ইতোমধ্যে রফতানিমুখী বিভিন্ন শিল্পে দেশী-বিদেশী বিনিয়োগ শুরু হয়েছে। সারাদেশে একশ’টি অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হচ্ছে। নিকট ভবিষ্যতে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে। কিন্তু চাকরির বাজারের জন্য লোকবল দক্ষ কি না, কিংবা নীতি সহায়তা ব্যবসাবান্ধব কি না এসব বিষয় নিয়েই কাজ করছে বিশ্বব্যাংক। সংস্থাটি মনে করছে, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে দেশে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান প্রয়োজন। চাকরির সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি যাতে প্রশিক্ষতরা দ্রুত চাকরির বাজারে প্রবেশ করতে পারে সেই লক্ষ্যে কর্মসূচী নিয়েছে বিশ্বব্যাংক। ইতোমধ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে দক্ষ মানব সম্পদ অর্জনে সরকার বেশকিছু প্রকল্প গ্রহণ করেছে।
×