ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রবিবার কর্ণফুলী টানেলের বোরিং ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু

প্রকাশিত: ১১:২২, ২২ ফেব্রুয়ারি ২০১৯

রবিবার কর্ণফুলী টানেলের বোরিং ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কর্ণফুলী নদীর তলদেশে সুড়ঙ্গপথ নির্মাণের মধ্য দিয়ে টানেল যুগে প্রবেশ করছে বাংলাদেশ। আগামী ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন এর বোরিং কার্যক্রম। একই দিন উদ্বোধন করা হবে নগরীর লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার পাইলিংয়ের কাজ। এ উপলক্ষে পতেঙ্গার সাগরপাড়ে আউটার রিং রোডে অনুষ্ঠিত হবে এক সুধী সমাবেশ। একটানা তৃতীয় মেয়াদে ক্ষমতাসীন হওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী। সুধী সমাবেশকে জনসমাবেশে রূপ দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। চট্টগ্রাম নগরীর আউটার রিং রোডের পতেঙ্গা এলাকায় নির্মাণ করা হচ্ছে নৌকার আদলে বিশাল মঞ্চ। সমাবেশে মানুষের ব্যাপক সমাগম ঘটবে বলে আশা করছেন নেতারা। প্রকল্প দুটির উদ্বোধন শেষে সমুদ্র সৈকত এলাকায় এ সভা অনুষ্ঠিত হবে। প্রশাসন এবং স্থানীয় আওয়ামী লীগ এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ ইলিয়াস হোসেন জনকণ্ঠকে জানান, প্রধানমন্ত্রীর কর্মসূচীর মধ্যে রয়েছে কর্ণফুলী টানেলের বোরিং কার্যক্রম এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারের পাইলিং কাজ উদ্বোধন ও একটি সুধী সমাবেশ। এর বাইরে অন্য কোন কর্মসূচী নেই।
×