ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দেড় কোটিরও বেশি ভ্যাট ফাঁকির তথ্য উদ্ঘাটন

প্রকাশিত: ১১:৪২, ২২ ফেব্রুয়ারি ২০১৯

দেড় কোটিরও বেশি ভ্যাট ফাঁকির তথ্য উদ্ঘাটন

স্টাফ রিপোর্টার ॥ দুটি প্রতিষ্ঠানের ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট পশ্চিম কার্যালয়ের কর্মকর্তারা। ভ্যাট ফাঁকি দেয়া প্রতিষ্ঠান দুটো হলো সানজি স্টেইনলেস স্টিল ও প্রতীক সিরামিকস লিঃ। সোমবার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয় থেকে এই তথ্য জানা গেছে। জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠান দুটোকে বিশেষ অডিটের আওতায় এনে ভ্যাট সংশ্লিষ্ট কাগজপত্রাদি যাচাই করা হয়। মঙ্গলবারই অডিট দল প্রতিষ্ঠান দুটোর প্রতিবেদন দাখিল করে। আর সেখানেই বড় ধরনের ফাঁকির বিষয়টি উঠে আসে। প্রতিবেদনে দেখা যায় সানজি তাদের স্টিল পাইপ তৈরির কাঁচামাল চট্টগ্রাম কাস্টম হাউস দিয়ে আমদানি করলেও তা ভ্যাটের ক্রয় রেজিস্টারে এন্ট্রি করা হয়নি। এতে প্রকৃত উৎপাদন গোপন করা হয়েছে। অন্যদিকে প্রতিষ্ঠানের সিএ ফার্মের রিপোর্ট পর্যালোচনায় দেখা যায়, কোম্পানির নিজস্ব নানা ধরনের খরচের ওপর প্রযোজ্য ভ্যাট উৎসে কর্তন করা হয়নি। এই দুই উপায়ে ১.৫৯ লক্ষ টাকার ভ্যাট ফাঁকির তথ্য পাওয়া যায়। এই প্রতিষ্ঠানর অডিটের সময়কাল ২০১৫-১৬ থেকে ২০১৭-১৮ পর্যন্ত। পাঁচ সদস্য বিশিষ্ট অডিট দলের নেতৃত্বে ছিলেন সহকারী কমিশনার জুয়েলা খানম। অন্যদিকে প্রতীক সিরামিকসের ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ পর্যন্ত অডিটে দেখা যায় বিভিন্ন ধরনের উৎসে ভ্যাট কর্তন করার বাধ্যতামূলক হলেও তা করা হয়নি। প্রতিষ্ঠানের সিএ ফার্মের রিপোর্ট পর্যালোচনায় এই তথ্য বের হয়ে আসে। এতে ১৩ লক্ষ টাকার ভ্যাট ফাঁকি হয়েছে। এখানে উল্লেখ্য কোম্পানির নিজস্ব কেনাকাটা বা সরবরাহ গ্রহণের ওপর ভ্যাট কেটে ট্রেজারিতে জমা করার বিধান রয়েছে। কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি। এই দলে ছিলেন তিনজন রাজস্ব কর্মকর্তা। রাজস্ব কর্মকর্তা হারুনর রশিদ দলের নেতৃত্ব দেন। এই উভয় প্রতিষ্ঠানে সর্বমোট ১ কোটি ৭২ লাখ টাকার ভ্যাট ফাঁকি হয়েছে।
×