ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্রিকেটারদের শোক আর প্রার্থনা

প্রকাশিত: ১২:১৯, ২২ ফেব্রুয়ারি ২০১৯

ক্রিকেটারদের শোক আর প্রার্থনা

স্পোর্টস রিপোর্টার ॥ চকবাজার ট্র্যাজেডিতে পুরো জাতিই শোকে স্তব্ধ। ক্রিকেটাররাও সেই শোকে শোকাহত। বাংলাদেশ দলের ক্রিকেটাররা এখন আছেন নিউজিল্যান্ডে। ওয়ানডে সিরিজ শেষ করে টেস্ট সিরিজ খেলার জন্য প্রস্তুত হতে শুরু করবেন। এরই মধ্যে দেশে চকবাজার ট্র্যাজেডি ক্রিকেটারদের আবেগকেও গভীরভাবে নাড়া দিয়েছে। চকবাজারে ভয়াবহ অগ্নিকা-ের খবর তাদের মনকেও ব্যথিত করেছে। সুদূর নিউজিল্যান্ড থেকেও তারা ট্র্যাজেডির শিকার হওয়া মানুষদের জন্য প্রার্থনা করেছেন। নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন। তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, সাব্বির রহমান রুম্মনরা শোক প্রকাশ করেন। প্রার্থনাও করেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা মসজিদ গলির ওয়াহিদ চেয়ারম্যানের ভবনে আগুন লাগে। সেই আগুন আধঘণ্টার মধ্যে পাশের কয়েকটি ভবনেও ছড়িয়ে পড়ে। আগুনে বহু লোক হতাহত হয়েছে। পুড়ে ছারখার হয়েছেন মানুষ। ভবন পুড়েছে। দোকানপাট, আসবাব, গাড়িসহ নানা সরঞ্জামও পুড়ে ছারখার হয়েছে। রাতভর আগুন জ্বলতে থাকে। ১৫ ঘণ্টা ধরে আগুন নেভানোর কাজ চলে। শেষ পর্যন্ত আগুন নেভানো যায় এবং ৭০টি লাশ উদ্ধার হয়। বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, চকবাজারে নিহত-আহত ব্যক্তিদের জন্য প্রার্থনা। নিহত মানুষের স্বজনদের শোক সইবার শক্তি দিতে আর আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করেছেন তিনি। মাহমুদুল্লাহ রিয়াদও ফেসবুকে লিখেছেন, চকবাজারের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি আমার প্রার্থনা থাকল। আল্লাহ তাদের শক্তি দিন। এবারের নিউজিল্যান্ড সফরে এখন পর্যন্ত একমাত্র সেঞ্চুরিয়ান সাব্বির রহমান, চোটের কারণে নিউজিল্যান্ড সফরে যেতে না পারা তাসকিন আহমেদ ও শেষ মুহূর্তে টেস্ট দলে সুযোগ পাওয়া সৌম্য সরকার ফেসবুকে লিখেছেন, এই মুহূর্তে যারা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার বা এর আশেপাশে অবস্থান করছেন তারা দয়া করে ঢাকা মেডিক্যালে চলে যান। চকবাজার অগ্নিকা-ে আহতদের জন্য প্রচুর রক্ত লাগতেসে। চলুন রক্ত দিয়ে অর্জিত এই ভাষা দিবসে রক্ত দিয়ে জীবন বাঁচাই। চকবাজার ট্র্যাজেডি নাড়া দিয়েছে মুস্তাফিজুর রহমানের মনকেও। তিনি লিখেছেন, রাজধানী ঢাকার চকবাজারের অগ্নিকাে র ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইলো। নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি। চকবাজার ট্র্যাজেডিতে পুরো দেশের মানুষ শোকাহত। নিহতদের প্রতি সবাই শোক প্রকাশ করছেন। আহতদের জন্য সুস্থতার প্রার্থনা আছে। ক্রিকেটাররাও শোক ও প্রার্থনা করছেন।
×