ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্ষেপণাস্ত্র মোতায়েনের হুমকি রাশিয়ার

প্রকাশিত: ১২:২৬, ২২ ফেব্রুয়ারি ২০১৯

ক্ষেপণাস্ত্র মোতায়েনের হুমকি রাশিয়ার

ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার মস্কোয় রুশ ফেডারেল এসেম্বলির সিনিয়র নেতাদের উদ্দেশে এক ভাষণে পুতিন এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। পুতিন বলেন, যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার কাছাকাছি ইউরোপের কোন দেশে ক্ষেপণাস্ত্র মোতায়েন করে, তাহলে রাশিয়াও বসে থাকবে না। রাশিয়া বরং দ্রুতগতির ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে। পুতিন বলেন, রাশিয়া সংঘাত চায় না। স্থায়ু যুদ্ধকালীন অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে চলতি মাসে ওয়াশিংটনের বের হয়ে যাওয়ার প্রতিক্রিয়ায় ক্ষেপণাস্ত্র মোতায়েনের পদক্ষেপ তার দেশ আগেই নেবে না বলেও উল্লেখ করেন তিনি। খবর কিয়েভ পোস্ট ও নিউইয়র্ক টাইমস অনলাইনের। নতুনভাবে শুরু হতে যাওয়া সম্ভাব্য অস্ত্র প্রতিযোগিতার বিষয়ে সবচেয়ে কঠোর মন্তব্যে পুতিন বলেছেন, মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রতিক্রিয়া ‘স্থির সংকল্পের’ হবে এবং কোন পদক্ষেপ নেয়ার আগে মার্কিন নীতিনির্ধারকদের এর পাল্টা ঝুঁকি হিসেব করতে হবে। তিনি বলেন, ‘তারা কীভাবে চান তা চিন্তার অধিকার তাদের আছে। কিন্তু তারা হিসেব করতে পারবেন? আমি নিশ্চিত তারা পারবেন।
×