ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে ফিরতে পারবে না আইএসে যোগ দেয়া নারী

প্রকাশিত: ১২:২৭, ২২ ফেব্রুয়ারি ২০১৯

যুক্তরাষ্ট্রে ফিরতে পারবে না আইএসে যোগ দেয়া নারী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) গ্রুপে যোগদানকারী ও গ্রুপের এক সাবেক প্রচার কুশলী হোদা মুথানা দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করছেন। এ মামলায় এক উচ্চমাত্রার অস্বাভাবিকতার সৃষ্টি হচ্ছে। বলা হচ্ছে, মুথানা মার্কিন নাগরিক নয়। খবর এনডিটিভি অনলাইনের। ২৪ বছর বয়স্ক হোদা মুথানার যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের অস্বীকৃতি প্রকাশ ঘটল এমন এক সময় যখন তিনি ইউরোপীয় আইএস যোদ্ধাদের তাদের সংশ্লিষ্ট দেশে প্রত্যার্পণের জন্য ইউরোপবাসীর ওপর চাপ প্রয়োগ করছেন এবং বিষয়টা এক আইনী চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে যাতে মার্কিন নাগরিকত্ব হারানোর বিষয়টি অত্যন্ত কঠিন বলে প্রমাণিত হবে। ট্রাম্প এক টুইটারে বলেছেন, তিনি মুথানাকে দেশে ফেরার অনুমতি না দেয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে নির্দেশ দিয়েছেন। পম্পেও এক বিবৃতিতে বলেন, হোদা মুথানা মার্কিন নাগরিক নয় এবং তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশে অনুমতি দেয়া হবে না। তার কোন আইনগত ভিত্তি নেই, নেই বৈধ পাসপোর্ট, তার পাসপোর্ট পাওয়ার কোন অধিকার নেই এবং যুক্তরাষ্ট্র ভ্রমণে কোন ভিসাও নেই তার। যুক্তরাষ্ট্র সাধারণত দেশটিতে জন্মগ্রহণকারী প্রত্যেকের প্রতি নাগরিকত্বের অনুমোদন দেয় এবং আলাবামায় বেড়ে ওঠা মুথানা যুক্তরাষ্ট্রের পাসপোর্টে সিরিয়ায় গেছে বলে মনে করা হয়। কিন্তু এক মার্কিন কর্মকর্তা বলেছেন, পরে এক তদন্তে দেখা যায় যে, মুথানার পাসপোর্ট পাওয়ার অধিকার নেই, কারণ সে কখনও মার্কিন নাগরিক ছিল না। কর্মকর্তারা অধিক মন্তব্য করতে অস্বীকৃতি প্রকাশ করেন। কিন্তু আইনী ফাঁক সরকারের জন্য ইতিবাচক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। মুথানার বাবা এখানে ইয়েমেনের কূটনীতিক ছিলেন এবং কূটনীতিকদের সন্তান স্বাভাবিক মার্কিন নাগরিকত্ব অর্জনে সক্ষম নয়। মুথানার আইনজীবী হাসান শিবি একটি জন্ম সনদপত্র দেখিয়ে বলেছেন, মুথানা ১৯৯৪ সালে নিউজার্সিতে জন্মেছে এবং তার বাবা তার জন্মের বেশ কয়েক মাস আগে কূটনীতিক হিসেবে চাকরি ছেড়ে দিয়েছিলেন। শিবি ট্যাম্পাতে তার অফিসে এএফপিকে বলেন, মুথানা মার্কিন নাগরিক। তার বৈধ পাসপোর্ট আছে। সে আইন ভঙ্গ করতে পারে এবং তা করলে তাকে এর মূল্য দিতে হবে। তিনি বলেন, মুথানা যথাযথ প্রক্রিয়া চায় এবং দোষী সাব্যস্ত হলে সে কারাগারে যেতে প্রস্তুত।
×