ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘যুবরাজ খাশোগি হত্যার নির্দেশ দেননি’

প্রকাশিত: ১২:২৮, ২২ ফেব্রুয়ারি ২০১৯

‘যুবরাজ খাশোগি হত্যার নির্দেশ দেননি’

সৌদি আরব যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার নির্দেশ দেননি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের। তিনি বলেন, সরকারী সংস্থার কিছু লোক কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই জামাল খাশোগিকে হত্যা করে। এশিয়ার তিন দেশ সফরের অংশ হিসেবে যুবরাজ সালমানের সঙ্গে মঙ্গলবার ভারতে আসেন পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের। বুধবার এনডিটিভির সঙ্গে এক বিশেষ সাক্ষাতকারে তিনি বলেন, গত বছর তুরস্কের ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে বর্বর নির্যাতনে জামাল খাশোগি নিহত হন। সৌদি যুবরাজ সালমানের কট্টর সমালোচক সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর থেকে পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে। নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারে যুবরাজ সালমান এশিয়া সফর করছেন বলে পশ্চিমা সংবাদমাধ্যমগুলো বলে আসছে। খবর এনডিটিভির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের বলেন, সাংবাদিক জামাল খাশোগির মতো উচ্চ পর্যায়ের ব্যক্তিকে হত্যা জঘন্যতম অপরাধ। জামাল খাশোগিকে হত্যার নির্দেশ দেননি যুবরাজ সালমান। সৌদি সরকারী সংস্থার কিছু লোক তাদের কর্মপরিধির বাইরে গিয়ে এ হত্যাকা- ঘটিয়েছেন। এটা ছিল একটা নির্মম ঘটনা। তিনি আরও বলেন, এ ঘটনায় যুবরাজ সালমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি, তাই তার ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রয়োজন নেই। আদেল আল জুবায়ের বলেন, জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিষয়টি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে সেটি তদন্ত করার নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, এই হত্যাকা-ের বিচার শুরু হয়েছে জানুয়ারির শুরুতে। যে ১১ জনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। যারা এই জঘন্য হত্যাকা-ে জড়িত তাদের বিচার আমরা নিশ্চিত করব। ইরাক যুদ্ধের সময় মার্কিন গোয়েন্দা সংস্থা ও সামরিক কর্মকর্তারা আবু গরীব কারাগারে বন্দীদের নির্যাতনের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের বলেন, এই কারাগারে হাজার হাজার বন্দীকে নির্যাতন করা হয়েছে। এদের অনেকে মৃত্যুবরণ করেছে। জনগণকে কি সত্যিই বিশ্বাস করে যে, জর্জ বুশ এটা জানতেন? কিংবা এই নির্যাতনের নির্দেশ দিয়েছেন? না। সুতরাং আমি জনগণকে আহ্বান জানাব যে, বিচার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। কিন্তু হত্যাকাণ্ডের বিচার সুরাহা হওয়ার আগেই আমাদের দোষারোপ করা অন্যায়। তিনি বলেন, বিচারের নীতি হচ্ছে, দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত যে কেউ নির্দোষ। কিন্তু জামাল খাশোগি হত্যাকাণ্ডের ক্ষেত্রে আগেই অপরাধী করা হচ্ছে এবং নির্দোষ প্রমাণিত হবে না। তিনি আরও বলেন, আসলে এই হত্যাকাণ্ডে এমন কিছু লোক জড়িত যারা নিজেদের কর্মপরিধির বাইরে গিয়ে এ কাজ করেছে।
×