ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিরিয়ার আইএস এলাকা থেকে আটকা পড়াদের উদ্ধার

প্রকাশিত: ১২:২৯, ২২ ফেব্রুয়ারি ২০১৯

সিরিয়ার আইএস এলাকা থেকে আটকা পড়াদের উদ্ধার

সিরিয়ায় জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সর্বশেষ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে আটকাপড়া বেসামরিক নাগরিকদের। অন্তত ১৫টি ট্রাকে করে নারী-পুরুষ ও শিশুদের বাঘুজ ছেড়ে আসতে দেখা গেছে। এলাকাটিতে প্রায় দু শ’ পরিবার আটকা পড়ে থাকা নিয়ে এর আগে উদ্বেগ প্রকাশ করেছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল ব্যাচেলে। এলাকাটি ঘিরে রেখেছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএফ) ও এর মিত্র বাহিনী। উদ্ধার করা নাগরিকদের মধ্যে কোন আইএস যোদ্ধা আছে কিনা তা এখনও জানা নেই বলে জানিয়েছে তারা। এ উদ্ধার অভিযান নিয়ে পরস্পরবিরোধী খবর পাওয়া গেছে। ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বিবিসিকে বলেছে, বাঘুজ থেকে সব নাগরিক এবং জঙ্গীই চলে গেছে। এসডিএফের মুখপাত্র মুস্তফা বালি বলেন, ‘আমাদের বিশেষ বাহিনী বেসামরিক নাগরিকদের উদ্ধারে কাজ করছে। বহুদিনের চেষ্টার পর আজ আমরা আটকাপড়া নাগরিকদের প্রথম দলটিকে উদ্ধার করতে পেরেছি।’ এখনও অনেক মানুষই বাঘুজে রয়ে গেছে বলেও জানান তিনি। জঙ্গীদের সামনে দুটো পথই খোলা আছে। হয় আত্মসমর্পণ করা নয়ত মারা যাওয়া। Ñওয়েবসাইট চীনের পথচারীদের ওপর ছুরিকাঘাত ॥ আহত ১১ চীনের মধ্যাঞ্চলে এক ব্যক্তি পথচারীদের ওপর ছুরি নিয়ে অতর্কিত হামলা চালালে ১১ জন আহত হয়েছে। লোকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। জিয়াংজি প্রদেশের জি আন নগরীর পুলিশ জানায়, ৩৩ বছর বয়সী গো কাইবীন নামের ওই ব্যক্তিকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। খবর এএফপির। গো’য়ের পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি মানসিক ভারসাম্যহীন। স্থানীয় পুলিশ জানিয়েছে, আহতদের কারও প্রাণহানির আশঙ্কা নেই।
×