ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ন্যান্সি পেলোসি, ডেমোক্র্যাট ও সাংবাদিকদের ওপর হামলার পরিকল্পনা

প্রকাশিত: ১২:২৯, ২২ ফেব্রুয়ারি ২০১৯

ন্যান্সি পেলোসি, ডেমোক্র্যাট ও সাংবাদিকদের ওপর হামলার পরিকল্পনা

মার্কিন কোস্টগার্ডের লেফটেন্যান্ট ক্রিস্টোফার হ্যাসন নব্য-নাৎসি হিসেবে কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য ও প্রখ্যাত গণমাধ্যম ব্যক্তিদের ওপর হামলার পরিকল্পনা করার অভিযোগে আটক হয়েছেন। যাদের ওপর হামলার পরিকল্পনা করা হয়েছিল তাদের মধ্যে কংগ্রেস প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ ও হাউস স্পীকার ন্যান্সি পেলোসি রয়েছেন বলে প্রসিকিউটর জানান। খবর গার্ডিয়ানের। মেরিল্যান্ড ফেডারেল আদালতের মতে, ক্রিস্টোফার হ্যাসনের অভিপ্রায় ছিল নিরপরাধ বেসামরিক লোকদের নির্বিচারে হত্যা করা। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা তার বাড়ি থেকে ১৫টি বন্দুক এবং এক হাজার রাউন্ড গুলি উদ্ধার করেছে। প্রসিকিউটররা বলেছেন, হ্যাসন একজন স্বদেশী সন্ত্রাসী। তাকে অবশ্যই আটক রাখা উচিত। গত সপ্তাহে তাকে মাদক ও অস্ত্র রাখার অভিযোগে আটক করা হয়েছে। আদালতে দাখিল হওয়া অভিযোগে বলা হয়েছে, হ্যাসন নরওয়ের গণহত্যাকারী আন্দ্রেজ বিহরিং ব্রিভিকের একজন ভক্ত। আন্দ্রেজ স্বয়ংক্রিয় বন্দুক ব্যবহার করে নির্বিচারে গুলিবর্ষণের জন্য নিন্দিত হন। হ্যাসন যাদের ওপর হামলার পরিকল্পনা করেছিলেন তাদের মধ্যে কংগ্রেস প্রতিনিধি ওকাসিও-কর্টেজ, ইলহান ওমর, সিএনএন ও এমএসএনবিসির উপস্থাপকরা রয়েছেন। আদালতে দাখিল করা অভিযোগে বর্ণনা করা হয়েছে, হ্যাসন পরিকল্পনা করেছেন প্রথমে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির চরমপন্থী কর্মসূচীর উপ-পরিচালক ও সাবেক মার্কিন সন্ত্রাসবিরোধী কর্মকর্তা সিমাস হাগেসের ওপর হামলার। নৌসেনা ও সেনাবাহিনীর ন্যাশনাল গার্ড সদস্য হ্যাসন বর্তমানে কোস্টগার্ড সদর দফতর ওয়াশিংটন ডিসিতে কর্মরত। তিনি যেসব ব্যক্তিদের গুলি করে হত্যার পরিকল্পনা করেছেন তাদের মধ্যে এমএসএনবিসির জো স্কাররোরো, সিনেটর এলিজাবেথ ওয়ারেন, সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল, টিম কেইন, চাক শুমার, ক্রিস্টেন গিলিব্র্যান্ড, কামালা হ্যারিস, করি বোকার, ওকাসিও-কর্টেজ, ওমর, হাউস স্পীকার ন্যান্সি পেলোসি, শিলা জ্যাকসন লি, বেটো ও রোউরকি, এমএসএনবিসির চিরিস হেইয়েস অন্যতম।
×