ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যথেষ্ট কর দেয়ার পরও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত পুরান ঢাকার বাসিন্দারা ॥ এফবিসিসিআই

প্রকাশিত: ১২:৩১, ২২ ফেব্রুয়ারি ২০১৯

যথেষ্ট কর দেয়ার পরও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত পুরান ঢাকার বাসিন্দারা ॥ এফবিসিসিআই

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুরান ঢাকার ঐতিহ্য ও পাইকারি বাজার হিসেবে খ্যাত চকবাজারের ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়ে গেছে বলে আশঙ্কা করা হয়েছে। সঠিক হিসেব নিরূপণ না হলেও ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের ধারণা মতে, জীবনহানির পাশাপাশি কয়েক হাজার কোটি টাকার মালামাল পুড়ে গেছে অগ্নিকা-ে। ইতোমধ্যে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের শীর্ষ সংগঠন এফবিবিসিসিআই থেকে চকবাজারের অগ্নিকা-ের ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয়েছে। এছাড়া নিহত ও শোকসন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সংগঠনটি। এছাড়া গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, শিল্পমন্ত্রী মোঃ নুরুল ইসলাম মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এফবিসিসিআই সভাপতি মোঃ সফিউল ইসলাম মহিউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম প্রমুখ। এফবিসিসিআই থেকে চকবাজারে ভয়াবহ অগ্নিকা-ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের আত্মর মাগফেরাত কামনা করছে। এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। একইসঙ্গে এফবিসিসিআই অগ্নিকা-ের ঘটনায় সকল আহতের দ্রুত সুস্থতা কামনা করছে। অগ্নিকা-ের পর দ্রুততার সঙ্গে আগুন নিভিয়ে আনা এবং আহতদের উদ্ধারে আন্তরিক ও দায়িত্বপূর্ণ ভূমিকার জন্য এফবিসিসিআই ফায়ার সার্ভিস বিভাগের সকল কর্মীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছে।
×