ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতিসংঘ স্থায়ী মিশনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

প্রকাশিত: ১২:৩২, ২২ ফেব্রুয়ারি ২০১৯

জাতিসংঘ স্থায়ী মিশনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

জনকণ্ঠ ডেস্ক ॥ ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের হাতকে আরও শক্তিশালী করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন আলোচকরা। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এই আহ্বান জানান। খবর ওয়েবসাইটের। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের যৌথ উদ্যোগে স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের শুরু হয় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের স্বাগত ভাষণের মধ্য দিয়ে। এরপর শুভেচ্ছা বক্তব্য দেন নিউইয়র্ক বাংলাদেশ কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। তারপর শুরু হয় সাংস্কৃতিক পর্ব। একুশের কবিতা আবৃত্তি, গান, গানের সঙ্গে একক ও দলীয় নৃত্য এবং সমবেত সঙ্গীত দিয়ে সাজানো সাংস্কৃতিক পর্বটি পরিচালনা করেন নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশের খ্যাতনামা নাট্যশিল্পী টনি ডায়েস এবং তার সহধর্মিণী প্রিয়া ডায়েস।
×