ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত: ১২:৩৪, ২২ ফেব্রুয়ারি ২০১৯

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ কড়া নজরদারির মধ্য দিয়ে বৃহস্পতিবার পালিত হলো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মানুষের মধ্যে কোন প্রকার আতঙ্কই ছিল না। অন্য যে কোন সময়ের তুলনায় এবারের নিরাপত্তা ছিল কঠোর। এদিকে বুধবার রাতে রাজধানীর পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কেন্দ্রীয় শহীদ মিনারে আসা মানুষের মধ্যে ছিল শোকের ছায়া। এদিন শহীদ মিনার কেন্দ্রিক নিরাপত্তায় নিয়োজিত ছিল ছয় হাজার পুলিশ সদস্য। এর বাইরে ছিল সোয়াত, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ডগ স্কোয়াডসহ অন্যান্য বাহিনীও। এছাড়া ঢাকা রাজধানীতে আরও ১০ হাজার পুলিশ নিরাপত্তায় নিয়োজিত ছিল। প্রতিটি পয়েন্টে ছিল চেকপোস্ট। আর উঁচু ভবনের ছাদে বসানো হয়েছিল ওয়াচ টাওয়ার।
×