ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘পাকিস্তানেও মাতৃভাষা দিবস পালিত’

প্রকাশিত: ১২:৩৪, ২২ ফেব্রুয়ারি ২০১৯

‘পাকিস্তানেও মাতৃভাষা দিবস পালিত’

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বায়ান্নর ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করে বলেন, মাতৃভাষার জন্য পৃথিবীর আর কোন রাষ্ট্র এত আন্দোলন করেনি, রক্ত দেয়নি। ১৯৯৬ সালে সফল রাষ্ট্র নায়ক দেশরত্ন শেখ হাসিনা ক্ষমতায় এসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের জন্য জাতিসংঘে প্রস্তাব উপস্থাপন করেন। তার প্রচেষ্টায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্বে প্রায় ২০০টি রাষ্ট্রে এই মাতৃভাষা দিবস পালন করা হয়। যে পাকিস্তানীরা সেদিন আমাদের গুলি করে হত্যা করেছিল, সেই পাকিস্তানেও আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এটাই হলো আমাদের বড় সফলতা, আমাদের আনন্দের বিষয়। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মিলয়নায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
×